বান্দরবানে সীমান্তে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা আটক
বান্দরবান আলীকদমে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পৌয়ামহুরী সিমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশে সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩১ শিশু রয়েছে।
জানা গেছে, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করানো হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদের কয়েকটি পাহাড়ি এলাকা থেকে আটক করে।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, মায়ানমারের সীমান্ত থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে আলীকদমে অনুপ্রবেশকালে ৮১জন রোহিঙ্গা আটক করে স্থানীয়রা। পরে প্রশাসনকে খবর দিলে তাদেরকে আটক করে প্রশাসনে হেফাজতে রাখা হয়। আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী ।
বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মায়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে এরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন মায়ানমারে রোহিঙ্গা নাগরিক আটক করে। আটকৃতদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, আটককৃত রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।