বান্দরবানে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
বান্দরবানে সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে দিনব্যাপী বান্দরবান শহরস্থ রাজার মাঠ সংলগ্ন বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬৯ পদাতিক ব্রিগেড এর তত্ত্বাবধানে, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গরীব, দুস্থ, জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন ।
ক্যাম্পেইন পরিদর্শন করেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি ও সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা ।
বিনামূল্যে বান্দরবানের জনসাধারণ এই চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত খুশি। সেনাবাহিনীর এ চিকিৎসা সেবাকে বান্দরবানবাসী সাধুবাদ জানান ।