parbattanews

বান্দরবানে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা 

বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সেনাবাহিনী বিশেষ মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছে।

বুধবার সকালে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৯ পদাতিক ব্রিগেডের সার্ভিক তত্বাবধানে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করেন ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স বান্দরবান।

আজ হাটের দিন হওয়ায় বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা শতশত রোগিরা এই ফ্রি সেবা গ্রহণের সুযোগ নিচ্ছে। বিশেষকরে গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার থাকায় নারীদের উপস্থিতি বেশি দেখা গেছে।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন সেবার কার্যক্রম ঘুরে দেখেন ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার খন্দকার শাহিদুল এমরান। এসময় ৭ফিল্ড এ্যাম্বুলেন্সের সিও, ব্রিগেডের জিটুআইসহ সেনাবাহিনীর চিকিৎসকগণ ও সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ব্রিগেড কমান্ডার বলেন, এই কোভিড-১৯ সময়ে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দুর্গম সেনা ক্যাম্পগুলোতেও নিরাপত্তার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version