parbattanews

 বান্দরবানে সোমবার হরতাল

হরতাল

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানে ছয় দফা দাবিতে সোমবার (৬ মার্চ) হরতাল কর্মসূচির ডাক দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদসহ বাঙ্গালী সংগঠনগুলো। রবিবার (৫ মার্চ) বিকালে হরতালের সমর্থনে বান্দরবান জেলা শহরসহ আশপাশের এলাকাগুলো প্রচারপত্র বিলি এবং মাইকিং করা হয়েছে।

পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবানের জেলা সভাপতি আতিকুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় হরতাল কর্মসূচির ডাক দেয়া হয়েছে। হরতালে দুর পাল্লার যানবাহনসহ অভ্যন্তরিন সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রাখতে পরিবহন মালিক শ্রমিকদের প্রচারপত্র দেয়া হয়েছে। শহরে হরতালের সমর্থনে মাইকিং করা হয়েছে। শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি সফল করতে ব্যবসায়ীসহ পরিবহন মালিক সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

দাবিগুলো হচ্ছে: বহুল বিতর্কিত পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন ২০১৬ বাতিল করতে হবে। পার্বত্য তিন জেলায় অব্যাহত চাঁদাবাজিসহ সন্ত্রাস নির্যাতন বন্ধে উপজাতীয় সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে এবং সকল বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্রছাত্রী ভর্তিতে পার্বত্য কোটা চালু করতে হবে। এসএসসি পরীক্ষায় বাংলা প্রশ্নপত্রে অসাংবিধানিক আদিবাসী শব্দ ব্যবহারকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নানিয়ারচর-মহালছড়িতে বাঙালী ব্যবসায়ীদের মাল ভর্তি ট্রাকে অগ্নিসংযোগের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে। খাগড়াছড়ি জেলা শাখার বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলাকারীদের বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

Exit mobile version