বান্দরবানে সোয়া ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
বান্দরবানে ৪টি মামলার আলামত হিসেবে সোয়া ৩ কোটি টাকার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে ।
রবিবার (৪জুন) বিকেল সাড়ে ৫টায় বান্দরবান আদালত চত্বরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমানের নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল হকের উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত ৪টি মামলায় বিদেশি বিয়ার ক্যান ৪০টি, Hongsthen সিগারেট ৭৫ প্যাকেট, ৩৫৯ পিস ইয়াবা ও কাঁচের বোতল মদ ২৪টি আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় । যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৮ হাজার ৭০০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন কোর্ট পরিদর্শক মো. আব্দুল মজিদ, নাইক্ষ্যংছড়ি থানার তদন্তে কর্মকর্তা এসআই মো. ফখরুল ইসলাম, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নাজির শহিদুল্লাহ কায়সার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল স্টাফ, জিআরও বিশ্বজিৎ, কনস্টেবল সাদেক প্রমুখ।