parbattanews

বান্দরবানে স্বস্তির বৃষ্টি, ভারী বর্ষণের আভাস

স্টাফ রিপোর্টার, বান্দরবান:
কয়েক দিনের প্রখর রোদের দাবদাহ আর প্রচণ্ড ভ্যাপসা গরমে যখন দেশের মানুষ অতিষ্ঠ, ঠিক তখনই বান্দরবানসহ জেলার কয়েকটি উপজেলায় দুপুরের পর স্বস্তির বৃষ্টিপাত হয়েছে। এতে জনজীবনসহ সর্বক্ষেত্রে নেমে এসেছে স্বস্তি।

আজ শনিবারের দুপুরের এ বৃষ্টিতে মানুষের মনে স্বস্তি ফিরে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাগেছে।

শনিবার দুপুরের পর হঠাৎ করেই আকাশ কালো হয়ে বৃষ্টি পড়তে শুরু করে। থেমে থেমে মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টির ছোঁয়ায় স্বস্তি নেমে এসেছে গাছপালা, পশু-পাখিসহ শহুরে ও গ্রামীণ জীবনে। কখনও মুষলধারে আবার কখনও থেমে থেমে বৃষ্টি হয়েছে ঘন্টা ধরে। বৃষ্টির পরও আকাশ মেঘলা রয়েছে বয়ছে শীতল হাওয়া। যে কোন সময় মুষল ধারে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩(তিন) নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Exit mobile version