parbattanews

বান্দরবানে হ্যান্ডবল প্রতিযোগিতায় ম্রো আবাসিক চ্যাম্পিয়ন

Bandarban pic-12.2

স্টাফ রিপোর্টার:

বান্দরবান জেলা মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার স্থানীয় রাজার মাঠে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বান্দরবান জেলা ও দায়রা জজের সহধর্মিণী ইয়াসমিন সুলতানা।

ফাইনাল ম্যাচে ম্রো আবাসিক বিদ্যালয় ডনবস্কো বিদ্যালয়কে ৯-০ গোলে পরপজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। মপহসড জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সুবর্ণা চৌধুরীরসহ মহিলা ক্রীড়া সংস্থার নেত্রীরা উপস্থিত ছিলেন।

বিকালে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় বনাম ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের মধ্য হ্যান্ডবল প্রতিযোগিতা শরু হয়। খেলার শুরুতে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারা আধিপত্য বিস্তার করে। টানা নয় গোল করে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়। শান্তনা সূচক একটি গোল করে ডনবস্কো উচ্চ বিদ্যালয়। ৯-১ গোল ব্যবধান নিশ্চিত করে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মংচাই ম্রো গত শুক্রবার শুরু হওয়া টুর্ণামেন্টে কলেজ ও স্কুল পর্যায়ে ৬টি দল অংশ নেয়।

Exit mobile version