বান্দরবানে ১০ অবৈধ ইটভাটা মালিককে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

fec-image

বান্দরবানে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশের ক্ষতিসাধনসহ বিভিন্ন অভিযোগে ১০টি ভাটার মালিককে ১৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।

তাদের বিরুদ্ধে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ধারা আলোকে ক্ষতিপূরণ আরোপ করা হয়।

রোববার (৫সেপ্টেম্বর) চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে ইটভাটা মালিকদের এই জরিমানা করা হয়।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুফিদুল ইসলাম জানান, জরিমানা আদায়কৃত অবৈধ ইটভাটার মধ্যে রয়েছে কেআর এস ব্রিক ১লাখ ২০হাজার, বিএইচবি ব্রিক ১ লাখ ২০ হাজার, এমএসবি ব্রিক ১ লাখ, এইচকেবি ব্রিক ১ লাখ ২০ হাজার, এসএইচবি ব্রিক ১লাখ ২০হাজার, বিবিএম ব্রিক ১ লাখ ২০ হাজার।

এছাড়াও পাহাড় কর্তন ও অবৈধ ইটভাটার মধ্যে জেডএসি ব্রিককে ৫লাখ, এসএইসবি ব্রিক-২, ১লাখ ২০হাজা, এফডিআর ব্রিক ৫লাখ ২০হাজার ও এইচএসবি ব্রিক ১লাখ ২০ হাজার টাকা।

জানা গেছে, জেলার নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার এসব ইটভাটায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছিল না। তাছাড়া পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোন কাগজপত্রও নেই তাদের

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন