parbattanews

বান্দরবানে ১৬০ লিটার দেশীয় মদসহ আটক ৩

বান্দরবান সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ ও উৎপাদনের উপকরণসহ তিন যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার (১৪ জুলাই) সকালে সুয়ালক ইউনিয়নে বঙ্গঁপাড়া সড়কের ব্রিজের উপর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উমংসিং মার্মা(২৩) রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী, চউমং মার্মা(৪০) নোয়াপাড়া, এবং শাহেদুল ইসলাম(৩০) সাতকানিয়া।

আর্মড পুলিশ সূত্রে জানা যায়, এপিবিএম অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের নির্দেশনায় এসআই মাইকেল বনিক একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সুয়ালক ইউনিয়নে বঙ্গঁপাড়া সড়কের ব্রিজের উপর তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১৬০ লিটার দেশীয় চোলাই মদ ও উৎপাদনের উপকরণসহ পাচারের ব্যবহৃত তিন চাকার যানবাহন। যার মূল্য অনুমানিক ৫০ হাজার টাকা।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের থানায় হস্তান্তর করা হয়েঠে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

Exit mobile version