বান্দরবানে ১৮ দলের ডাকে স্বত:স্ফুর্ত হরতাল পালিত
জেলা সংবাদদাতা: বান্দরবানে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে স্বত:স্ফূর্ত হরতাল পালিত হচ্ছে। হরতালের শুরুতে সকালে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে সমবেত হয়। এর পরপরই পুলিশ বিএনপির জেলা কার্যালয় ঘিরে রাখে এবং নেতাকর্মীদেরকে পিকেটিং এবং হরতাল সমর্থনে মিছিলে বাধা সৃষ্টি করে। এরপর নেতাকর্মীরা অফিসের সামনে অবস্থান করে সমাবেশ এর আয়োজন করে।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জেলা জামায়াতের আমীর এসএম আবদুছ ছালামসহ 18 দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপত্থিত থেকে বক্তব্য রাখেন।
Facebook Comment