parbattanews

বান্দরবানে ২৭কোটি টাকার কাজের উদ্বোধন

বান্দরবানে সাড়ে ২৭ কোটি টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উন্নয়ন কাজগুলো হচ্ছে- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ৭ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে চেমী ডলুপাড়ার গুংঘুরুমুখ থেকে কুহালং ইউনিয়ন পরিষদ সংযোগ সড়ক নির্মাণ, ৭ কোটি ১৬ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে চেমীরমুখ থেকে ক্যামলং পর্যন্ত রাস্তা নির্মাণ, ৬ কোটি ৩ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে বান্দরবান-কেরানিহাট সড়ক হতে বান্দরবান বিশ্ববিদ্যালয় সড়কের টুলেন রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, কৃষকদের সেবা প্রকল্পের আওতায় কুহালং ইউনিয়নে ১ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন এবং পল্লী সড়ক-কালভার্ট মেরামত কর্মসূচীর আওতায় ৪ কোটি ২৫ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে হলুদিয়া-ভাগ্যকুল ভায়া চিম্বুক সড়ক নির্মাণ কাজের উদ্বোধন।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) নির্বাহী মোহাম্মদ জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াছির আরাফাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী, সূয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version