বান্দরবানে ২ এপিবিএনের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
বান্দরবানে ২ এপিবিএন এর অভিযানে মো. রুবেল ওরফে আলামিন (৩৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির পিতা-মো. ইউনুছ মৃধা, মাতা-মোছা. ফাতেমা বেগম, সাং-বাঁশবাড়িয়া, (মীরা বাড়ি), ৮নং ওয়ার্ড, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী।
২ এপিবিএন এর প্রেস সূত্রে জানানো হয়, এসআই (নি.) মাইকেল বনিক ও এএসআই (স.) মো. রবিউল করিম সিকদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালে সদর থানাধীন কানা পাড়া এলাকায় অবস্থানকালে রাত ৮.৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন বান্দরবান সদর উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এ/পি- আর্মি পাড়া, (শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া), ৭নং ওয়ার্ড, থানা- বান্দরবান সদর, জেলা-বান্দরবান থেকে তাকে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে ৩ কেজি ২৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গুল্মজাতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে আটককৃত আসামির বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা রুজু করা হয়।