parbattanews

বান্দরবানে ৩ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে শিলক খাল ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান:
বান্দরবানের সদর উপজেলার কুহালং ইউনিয়নে শিলক খালের উপর ৩ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, তিংতিং ম্যাসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত ২০লক্ষ টাকা ব্যয়ে ছাউপাড়া বৌদ্ধ বিহারের উদ্বোধন এবং ১৫ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ছাংও পাড়ায় ৪টি পানির ট্যাংকসহ জিএফএস এর মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

সূত্র জানায়, শিলক খালের উপর ৩ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৬০ মিটার আর.সি.সি গার্ডার ব্রিজটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

Exit mobile version