বান্দরবানে ৩ দিনব্যাপি সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার শুরু

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ও প্রেসক্লাবের সহযোগিতায় ৩ দিন ব্যাপি সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষন শুরু হয়েছে। বুধবার সকালে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং এমপি। আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ বাদশা মিঞা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রদীপ কুমার পান্ডে ও জেলার সিনিয়র সাংবাদিক একেএকম জাহাঙ্গীর। বান্দরবান জেলার ৫ জন নারী সহ ৩০ জন সাংবাদিকের সমন্বয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এমপি বলেন, সাংবাদিকদের সঠিক তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা উচিত। সংবাদকর্মীদের সংবাদ পরিবেশনে সতর্কতা অবলম্বনের আহবান জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন