parbattanews

বান্দরবানে ৬০টি কৃষক পরিবারের অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বান্দরবানে জালিয়াতি করে ৬০টি কৃষক পরিবারের অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

মঙ্গলবার  (১৬ নভেম্বর) সকালে বান্দরবান উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ক্ষতিগ্রস্ত সকল কৃষক পরিবারের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে।

সম্মেলনে বক্তারা বলেন, ২নং কুহালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চেমীর মুখ পাড়ার প্রভাবশালী কাঠ ব্যবসায়ী আবদুল আলম আমাদেরকে সরকারি ভাবে জায়গা ও ঘর দিবে বলে ভোটার আইডি কার্ড, ছবি, ও জন্ম নিবন্ধন সনদ নেয় এবং সকলকে অগ্রণী ব্যাংকে একটি একাউন্ট করার কথা বলে।

পরবর্তীতে কাউকে না জানিয়ে ব্যাংক ম্যানেজার ও তিনি ৬০ লক্ষ টাকা কৃষকের নাম ভাঙ্গিয়ে উত্তোলন করে । বর্তমানে যা সুদসহ ১ কোটি টাকা হয়েছে। যার ঋণের বোঝা ৬০ কৃষক পরিবারের মধ্যে এসেছে । তাই তারা সমাজের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কাছে এই দুর্নীতি কারীর শাস্তির জন্য সহযোগিতা কামনা করেন।

Exit mobile version