parbattanews

বান্দরবানে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

বান্দরবানে সাত উপজেলায় ৬৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।  বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা: অংসুই প্রু চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের সিনিয়র স্বাস্থ কর্মকতা সাসুই চিং, সদর হাসপাতালের মেডিকেল অফিসার মাহতাব উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু’সহ বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন ডা: অংসুই প্রু চৌধুরী জানান, আগামী ২২ জুন ভিটামিন এ প্লাস কর্মসুচি আওতায় প্রথম রাউন্ডে জেলার সাত উপজেলার তেত্রিশটি ইউনিয়নের ৬৪ হাজার ২৮৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। তারমধ্যে ছয়মাস থেকে এগারো মাস বযসী ৮ হাজার ৫৬১ জন শিশুকে নীল রঙের এবং বারো থেকে ঊনষাট মাস বয়সী ৫৫ হাজার ৭৩২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশুই যেন কর্মসূচীর কাভারেজ থেকে বাদ না পড়েন, সেজন্য স্বাস্থ্যকর্মীদের পরামর্শ দেয়া হয়েছে।

Exit mobile version