parbattanews

বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বান্দরবানে সদর দপ্তর ৬৯ পদা‌তিক ব্রিগে‌ডের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সেনা রিজিয়নের আয়োজনে বান্দরবান সেনানিবাসের জোন প্রশিক্ষণ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বান্দরবান রিজিয়নে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহিনুল হক।

এ সময় জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা , সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা পদস্থ কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ৬৯ পদাতিক ব্রিগেডের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়। পরে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। কেক কাটা শেষে অপরাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Exit mobile version