parbattanews

বান্দরবানে ৬ খুনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

বান্দরবানে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে জেএসএস (এমএম) গ্রুপের ৬ খুনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জেএসএস (এমএম) লারমা গ্রুপের উদ্যোগে খাগড়াছড়ি জেলা শহরের মহাজনপাড়া সুর্যশিখা ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জেএসএস এমএন লারমা গ্রুপের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি সুভাষ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক-ইউপিডিএফ’এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দীপন চাকমা, জেএসএস এমএন লারমা গ্রুপের জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রত্যয় চাকমা।

সমাবেশে থেকে হামলার ঘটনায় সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-কে দীয় করে নিন্দা জানিয়ে বলেন, সন্তু লারমা পাহাড়ে একের পর এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারপরও তিনি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে বহাল তবিয়তে আছেন।

অবিলম্বে হামলার ঘটনার বিচার দাবি করে করেন। অন্যথায় কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তারা।

Exit mobile version