বান্দরবানে ৭ বছর শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বান্দরবানে সদর উপজেলায় সাত বছর শিশুকে ধর্ষণ দায়ের কাঞ্চন দাশ (৫৪) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।আজ সোমবার বেলা বারোটার দিকে জামছড়ি ইউনিয়নে ৩নং ওয়ার্ডের বাঘমারা বাজারে এই ঘটনাটি হয়।গ্রেফতারকৃত- জামছড়ি ইউনিয়নে ৩নং ওয়ার্ডের বাঘমারা হিন্দু পাড়া গ্রামে মৃতঃ বাজেন্দ্র দাশের ছেলে কাঞ্চন দাশ(৫৪)।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দুপুরে শিশুটি স্কুলে থেকে এসে মায়ের কাজ থেকে টাকা নিয়ে কাঞ্চন দাশ(৫৪) দোকানে নাস্তা কিনতে যায়।  এসময় দোকানে আশেপাশে মানুষজন না থাকায় সুযোগ পেয়ে সাত বছর শিশুটিকে ধর্ষণ করে।  দোকান থেকে বাড়িতে ফিরে শিশুটি আতঙ্কিত হয়ে কান্নাকাটি অবস্থায় ঘটনার বিষয়টি তার মায়ের কাছে জানায়।  পরে শিশুটির মা ধর্ষকের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেন।  এ ঘটনায় অভিযান চালিয়ে ওই এলাকার থেকে শিশু ধর্ষণকারী কাঞ্চন দাশকে(৫৪) গ্রেফতার করে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) আব্দুল করিম বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সাত বছরে শিশুকে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাপ্রবাহ: বান্দরবান, সদর উপজেলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন