বান্দরবানে ৮টি আশ্রয় কেন্দ্রে উঠেছে ২শ পরিবার

fec-image

বান্দরবানে টানা বর্ষণের ফলে সাংগু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল থেকে বান্দরবানে নীচু এলাকাসমূহ প্লাবিত হতে শুরু করেছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে প্লাবিত অঞ্চল ও পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ স্থানের প্রায় ২শত পরিবার উজানী সঃ প্রাঃ বিদ্যালয় ও বাসষ্টেশন সঃ প্রাঃ বিদ্যালয়, লাঙ্গীপাড়া, হাফেজ ঘোনাসহ ৮টি আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। এছাড়া জেলার ১২৬টি আশ্রয় কেন্দ্রের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতেও কম বেশি মানুষ প্রতিদিনই আশ্রয় নিচ্ছে।

এ ব্যাপারে বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম জানান, নীচু এলাকায় প্লাবিত পরিবারগুলোকে পার্শ্ববর্তী প্রাইমারী স্কুলে আশ্রয় নিতে এবং নদীর তীরবর্তী ও পাহাড়ের পাদদেশে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসরত পরিবারগুলোকে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের ত্রাণ বিতরণ করা হয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে যাতে কারো অসুখ-বিসুখ না হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আশ্রয়কেন্দ্র, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন