বান্দরবান ক্লাবের জন্য জমি ক্রয়
বাংলাদেশে সর্বপ্রথম পাহাড়ি পরিবেশে ১০ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে “বান্দরবান ক্লাব লিমিটেড”। একটি অত্যাধুনিক এবং বহুমুখী ক্লাব, যা বিনোদন, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ মিলনস্থল হিসেবে ভূমিকা রাখবে। এই ক্লাবটি বান্দরবন সদর সংলগ্ন রামিশা হিলে অবস্থিত। ক্লাবটির জমি ক্রয় সংক্রান্ত চুক্তি, সম্প্রতি ঢাকার গুলশানস্থ ক্লাব৮৯ লিমিটেডে অনুষ্ঠিত হয়েছে।
এই জমি চুক্তিস্বক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আজিজুর রহমান এবং সেক্রেটারি হাবিব রশিদ। এছাড়া অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: নাদির বেগ আলম, আলী হাসান মাহমুদ (রিপন), তারিক আলম, ফারহানা নিপা, ফরাহনাজ আনওয়ার (ফারাহ), সোলাইমান রানা, ডা. তাসনিম খান, মেজর আনিস, শফিকুর রহমান, রূপম, এনামুল হক (রিয়াজ), শফিকুল ইসলাম (লেবু), খালেদুর রহমান (সানি), আরেফিন খান (রানা), তরুণ, আবুল মনসুর (রতন), আসিফ উদ দৌলা, শাহনাজ শাহিন , ডিউক শফিকুল ইসলাম ভুঁইয়া, উজ্জ্বল প্রমুখ।
বান্দরবান ক্লাব লিমিটেডের মূল লক্ষ্য হচ্ছে, পাহাড়ি সৌন্দর্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক গড়ে তোলা। পাহাড়ের সৌন্দর্যকে কেন্দ্র করে এই ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের জন্য বিনোদনমূলক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, এবং নিরাপদে বাস্থ্যকর পরিবেশে ভ্রমণের সুযোগ প্রদান করবে। এর পাশাপাশি, এই ক্লাবটি স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জমি ক্রয়ের চুক্তিসম্পাদনের মাধ্যমে, “বান্দরবান ক্লাব লিমিটেড” এর কার্যক্রমের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ক্লাবটি খুব শীঘ্রই তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।