বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ সেপ্টেম্বর সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া।
এ সময় প্রধান অতিথি হিসেবে স্টল পরিদর্শন করেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রি. জে. গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মকিম উদ্দিন পিএস সি, মেজর মোঃ আরিফুল ইসলাম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আতিকুর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
এ বিজ্ঞান মেলায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত নার্সারি থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ৯৫টি উদ্ভাবনী স্টল প্রদর্শনীতে অংশ নেয়।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের সঠিকভাবে লেখাপড়া করা, জ্ঞান-বিজ্ঞান চর্চা,বয়স্কদের শ্রদ্ধা, নতুন নতুন উদ্বোধনী কৌশল রপ্ত করার নির্দেশনা প্রদান করেন। পরিশেষে বর্ণিত বিজ্ঞান মেলায় উদ্ভাবনী স্টল প্রদর্শনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।