বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের পাঠদান কার্যক্রম উদ্বোধন
বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে জেলার জামছড়ি ইউনিয়নের রাজা খামার পাড়ায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুমি হোস্টেলে বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিঅংখুমী’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী এ টি এম কাউছার হোসেন, নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পানজি ত্রিপুরা, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, শিক্ষার প্রতি সবাইকে আন্তরিক হতে হবে। শত সংকটের মধ্যেও শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষা দিতে হবে। প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সু-সম্পর্ক থাকতে হবে। সব বাঁধা পেরিয়ে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা অনুষ্ঠান শেষে ষষ্ঠ শ্রেণির ২৬ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।