parbattanews

বান্দরবান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
ভোক্তা অধিকার নিশ্চিত ও ভেজাল ঠেকাতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মেয়াদ উর্ত্তীণ খাদ্য সামগ্রী বিক্রি থেকে ব্যবসায়ীদের বিরত রাখার লক্ষ্যে বান্দরবান বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২০ মে) শহরের বাজার এলাকায় সবজি, মুরগী, মাছ বাজার ও বিভিন্ন কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মুফিদুল আলম, সহকারী কমিশনার আলী নুর খান, মো. রেদুয়ানুল হালিম, স্যানিটারি পরিদর্শক সুশীলা প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ না করার অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কসহ জরিমানা আদায় করা হয়।

এসময় তিনি ব্যবসায়ীদের দোকান-পাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে নিষেধ করেন। রোজার মাসে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রেখে ক্রেতাদের সেবা দেওয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক।

Exit mobile version