বান্দরবান সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি

প্রথমবারের মতো বান্দরবান সরকারি মহিলা কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিথি আক্তার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজবাহ আক্তার পপি।সোমবার (১৭ ফেব্রুয়ারি) কলেজের সাধারণ ছাত্রীদের প্রত্যক্ষ মতামতের তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন।কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শুচী নাথ, সহ-সভাপতি ফারজানা আক্তার, লামিয়া আক্তার। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন লামিয়া আক্তার। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাসফিয়া সুলতানা ইশফা।বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এই কমিটি অনুমোদন করেন। এই কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।বান্দরবান জেলার সাংগঠনিক টিমের প্রধান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্তি আজকের সময়ে সব থেকে অপরিহার্য বিষয়। কলেজ সৃষ্টির পর থেকেই কখনো এই কলেজে কোনো ছাত্র সংগঠন নারী নেতৃত্ব সৃষ্টিতে কাজ করেনি।এবারই প্রথম সংগঠনে নেতৃত্ব দেওয়ার মানবিক গুণাবলি সংলিত নারী নেতৃত্ব, তার্কিক, সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধরনের যোগ্যতার সংমিশ্রণে কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: ছাত্রদল, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন