বান্দরবান সেনানিবাসে আনন্দ র‌্যালি

fec-image

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ বিগ্রেড। এ উপলক্ষ্যে শনিবার (২৭ মার্চ) সকালে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন বান্দরবান বিগ্রেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। এসময় তিনি বলেন, বাংলাদেশের এক অন্যন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ। ২০১৮ সালের মার্চে প্রথমবার এবং ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে এই সুপারিশ করেছে জাতিসংঘ। ফলে বাংলাদেশের এখন উন্নয়নশীল দেশের মর্যাদা ভোগ করতে আর কোন প্রতিবন্ধকতা রইল না।

তিনি বলেন, সবাই মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রেখে যাওয়া স্বপ্নাদর্শের আলোকে দেশকে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়াই হোক আমাদের অঙ্গীকার।

র‌্যালিতে জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস্ সামাদ রাফি পিএসসিসহ সেনানিবাসের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সেনা সদস্যবৃন্দ অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন