parbattanews

বান্দরবান সেনাবাহিনীর শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র (মুসলিম, হিন্দু, বড়ুয়া, চাকমা, মার্মা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা) জনগোষ্ঠীর মাঝে ১২০টি কম্বল, ৯১টি জার্সি, পর্যাপ্ত পরিমাণে চিড়া, মুড়ি, গুড়, নুডুলস ও বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় শীতবস্ত্র ও শুকনো খাবার প্রদান করেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রি: জে: খন্দকার মোঃ শাহিদুল এমরান এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-২(আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন পিএসসিসহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময়ই পার্বত্যবাসীর পাশে রয়েছে উল্লেখ করে রিজিয়ন কমান্ডার বলেন, বান্দরবান রিজিয়ন সর্বদাই হতদরিদ্র জনগণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এছাড়াও পার্বত্য এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় সদা প্রস্তুত বলে তিনি আশ্বাস প্রদান করেন।

Exit mobile version