parbattanews

বান্দরবা‌নের ৩ ইউ‌নিয়‌নে ভোট গ্রহণ চলছে

বান্দরবা‌ন সদর উপ‌জেলার সুয়ালক, কুহালং ও টংকাবতী এই তিন ইউ‌নিয়‌নের ভোট কে‌ন্দ্রে শুরু হ‌য়ে‌ছে ভোট গ্রহণ।

বুধবার (৫ জানুয়ারি) সকা‌ল ৮টায় কে‌ন্দ্রে কে‌ন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ।

সকা‌লে টংকাবতীর রামা‌রি পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, ভাইট্টা পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, কুহালং এর চেমী ডলু পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, গুংগুরু সরকারি প্রাথমিক বিদ‌্যালয় ও সুয়ালক এর সুয়ালক বাজার সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, কদু‌খোলা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়সহ বান্দরবান সদ‌রের তিন ইউ‌নিয়‌নের ভোট কেন্দ্র ঘু‌রে দেখা যায়, ভোটাররা সবাই শা‌ন্তিপূর্ণভা‌বে লাই‌নে দা‌ঁড়ি‌য়ে তা‌দের ভোট প্রদান ক‌রছেন। প্রতিটি ভোট কে‌ন্দ্রেই পুরু‌ষের চে‌য়ে ম‌হিলা ভোটা‌রের উপ‌স্থি‌তি ছিল বে‌শি। ত‌বে শা‌ন্তিপূর্ণ ভোট গ্রহ‌নের সময় কোথাও কোন অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

বান্দরবান জেলা প্রশাস‌নের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান জানান, মাঠ পর্যা‌য়ে নির্বাচনী স‌হিংসতা এড়া‌তে ও সুষ্ঠু নির্বাচন উপহার দি‌তে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কাজ করছে।

এবা‌রের ৫ম ধা‌পের নির্বাচ‌নে বান্দরবান সদ‌রের ৩ ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে ৭ জন, সাধারণ সদস‌্য প‌দে ৮১ জন ও সংর‌ক্ষিত সদস‌্য প‌দে ২৬ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌ছে। এখা‌নে মোট ভোটার ২০ হাজার ১৫ জন। এর ম‌ধ্যে ম‌হিলা ভোটার ৯ হাজার ৮১৮ ও পুরুষ ভোটার ১০ হাজার ১৯৭ জন এবং ২৮‌টি কে‌ন্দ্রে সর্বমোট বু‌থের সংখ‌্যা ৮০‌টি।

Exit mobile version