parbattanews

বান্দরবা‌নে ভোটারদের দীর্ঘ  লাই‌ন

২য় ধা‌পে বান্দরবা‌নের লামা ও নাইক্ষ‌্যংছ‌ড়ির দুই উপ‌জেলার ৯‌টি ইউ‌নিয়নের ভোট কে‌ন্দ্রগু‌লো‌তে সকাল থে‌কে চল‌ছে ভোট গ্রহন। প্রচন্ড রো‌দের উত্তাপ সহ‌্য ক‌রেও সক‌লে দীর্ঘ সময় লাই‌নে দা‌ঁড়ি‌য়ে ভোট দেয়। এ‌তে অসুস্থ‌্য হ‌য়ে প‌ড়েন অ‌নেক ভোটার। অ‌নে‌কে আশ্রয় নেন গা‌ছের ছাড়ায়।

বৃহস্প‌তিবার (১১ন‌ভেম্বর) সকা‌ল ৮টা থে‌কে কে‌ন্দ্রে কে‌ন্দ্রে লাই‌নে দা‌ঁড়ি‌য়ে ভোট দি‌তে আসা ভোটারদের সা‌থে কথা ব‌লে এসব তথ‌্য জানা গে‌ছে।

বাইশারী ও দোছ‌ড়ি দু‌টি ইউ‌নিয়‌নের কড়লিয়া মুড়া‌ সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, না‌রিশ বুনিয়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, ২১নং বাইশারী সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, ৩৪নং তুফান আলীপাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়সহ বেশ ক‌য়েক‌টি কেন্দ্র ঘু‌রে দেখা গে‌ছে, সকা‌ল ৮টা থেকেই সক‌লে লাই‌নে দাঁ‌ড়ি‌য়ে ভোট দি‌তে শুরু ক‌রে। বেলা বাড়ার সা‌থে সা‌থে পুরুষ ভোটার ক‌মে গে‌লেও থে‌কে যায় নারী ভোটা‌রের দীর্ঘ লাইন। এসময় রো‌দের তীব্রতা বে‌ড়ে গে‌লে অ‌নেক নারী ভোটার অসুস্থ হ‌য়ে প‌ড়ে। তারপরও তারা ভোট দি‌তে অ‌পেক্ষা ক‌রে ঘন্টার পর ঘন্টা। নারী ভোটাররা জানান, প্রথ‌মে আতংকিত থাক‌লেও ভোট কে‌ন্দ্রে এ‌সে আতংক অ‌নেকটা ক‌মে যায়। রো‌দের তীব্র গর‌মে কিছুটা অসুস্থ‌্য বোধ কর‌লেও শা‌ন্তি ভোট দি‌তে পে‌রে খু‌শি তারা।

ভোট দি‌য়ে বের হবার পর নারী ভোটার রহিমা বেগম ব‌লেন, আ‌মি চিন্তাও ক‌রি‌নি এত সুন্দর ও শা‌ন্তি‌তে ভোট দি‌তে পারব। প্রথ‌মে একটু আতং‌কে থাক‌লেও এখন আতংক কে‌টে গে‌ছে। আমরা জাতীয় নির্বাচ‌নেও এভা‌বে ভোট দি‌তে চাই।

ভোট দেয়া এক নারী ভোটার শাহানা ব‌লেন, এখা‌নে বে‌শি রোদ এবং এর তীব্রতাও বে‌শি। গর‌মে আ‌মিসহ অ‌নে‌কে অসুস্থ‌্য হ‌য়ে গে‌ছি। প‌রে গা‌ছের ছায়ায় গি‌য়ে মাথায় পা‌নি ঢে‌লে সুস্থ হ‌য়ে‌ছি। তারপরও শা‌ন্তি‌তে ভোট দি‌তে পে‌রে সন্তুষ্ট।

আ‌রেকজন পুরুষ ভোটার রহমত আলী ব‌লেন, ভোট মোটামু‌টি ‌নির‌পেক্ষ হ‌চ্ছে। কে‌ন্দ্রের বাই‌রে ও ভেতরে তেমন কোন সমস‌্যা নাই। অ‌নেক ভ‌াল ভা‌বেই ভোট দি‌য়ে‌ছি।

এ ব‌্যাপারে বাইশারীর কর‌লিয়া মুড়া কে‌ন্দ্রে থাকা এসআই ধীমান ব‌লেন, আমার এখা‌নে সকাল থে‌কে ভোটাররা শা‌ন্তি‌তে ভোট প্রদান ক‌রে‌ছে। এখ‌া‌নে কোন ঝা‌মেলা হয়‌নি। ত‌বে অত‌্যা‌ধিক গর‌মে অ‌নেক ম‌হিলা অসুস্থ‌্য হ‌য়ে গে‌ছে। আমরা তা‌দের ধ‌রে নি‌য়ে রেস্ট রু‌মে পা‌নি ঢে‌লে সুস্থ‌্য ক‌রে‌ছি। তারপরও সবাই ভোট দি‌য়ে তারপর চ‌লে গে‌ছে। ভোট কা‌স্টিংও ভাল হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে লামা ও নাইক্ষ‌্যংছ‌ড়ির বি‌ভিন্ন ভোট কেন্দ্র প‌রিদর্শন ক‌রে‌ছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি ও পু‌লিশ সুপার জে‌রিন আখতার।

এবা‌রের ২পর্যা‌য়ে নির্বাচ‌নে লামা ও নাইক্ষ‌্যংছ‌ড়ির ৯‌টি ইউ‌নিয়‌নে চেয়ারম্যান পদে ‌মোট ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা কর‌ছে। এখা‌নে মোট ভোটার র‌য়ে‌ছে ৭২ হাজার ৮৪৫জন। এর মধ্যে পুরুষ ভোটার র‌য়ে‌ছে ৩৭হাজার ৪৫৪জন ও মহিলা ‌ভোটার ৩৫ হাজার ৪৩১জন। মোট ভোট কেন্দ্র র‌য়ে‌ছে ৮২‌টি।

Exit mobile version