বান্দরবা‌নে সাংবা‌দিক‌দের ৩‌ দিনব্যাপী কর্মশালা শুরু

fec-image

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিশু ও নারী উন্নয়‌নে স‌চেতনতামূলক যোগা‌যোগ কার্যক্রম প্রকল্প (৫ম পর্যায়) এর তিন‌ দিনব্যাপী workshop on “Facts for Life with Field Practice” শুরু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১২ মে‌) সকা‌লে বান্দরবান প্রেসক্লা‌বে এ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।

এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি। তি‌নি ব‌লেন, আমা‌দের নি‌জের দুই চোখ ছাড়াও আ‌রো একটি চোখ আ‌ছে, সে‌টি হ‌চ্ছে সাংবা‌দিকের চোখ। সাংবা‌দি‌করা যা ব‌লে, তাই আমরা বিশ্বাস ক‌রি। সাংবা‌দিকরা ভুল তথ্য লিখ‌লেও আমরা তা প‌ড়ে বিশ্বাস ক‌রে থা‌কি। এ সময় তি‌নি বান্দরবা‌নে কর্মরত সকল সাংবা‌দিক‌দের স‌ঠিক এবং নির্ভুল সংবাদ প‌রি‌বেশ‌নের জন্য অনু‌রোধ ক‌রেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপ‌রিচালক মো. সো‌হেল পার‌ভেজের সভাপ‌তি‌ত্বে কর্মশালায় সদর উপ‌জেলা চেয়ারম্যান এ‌কেএম জাহাঙ্গীর, প্রেসক্লা‌বের সভাপ‌তি ম‌নিরুল ইসলাম মনু, সে‌ক্রেটারী মিনারুল হক, বাংলা‌দেশ বেতা‌রের প্রতি‌নি‌ধি আ‌মিনু্ল ইসলাম বাচ্চুসহ বান্দরবানে কর্মরত সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্মশালা, দিনব্যাপী, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন