parbattanews

বান্দরবা‌নে ‌ভোট গ্রহণ শেষে চল‌ছে গননা

বান্দরবা‌ন সদর উপ‌জেলার ৩টি ইউ‌নিয়নে ভোট গ্রহণ শেষে চল‌ছে ভোট গননা।

বুধবার (৫ জানুয়ারি) সকা‌ল ৮টায় কে‌ন্দ্রে কে‌ন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪টায়। এরপর শুরু হয় গননা।

সকা‌লে টংকাবতীর রামা‌রি পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, ভাইট্টা পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, কুহালং এর চেমী ডলু পাড়া সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়, গুংগুরু সরকারি প্রাথমিক বিদ‌্যালয় ও সুয়ালক এর সুয়ালক বাজার সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়, কদু‌খোলা সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয়সহ বান্দরবান সদ‌রের তিন ইউ‌নিয়‌নের ভোট কেন্দ্র ঘু‌রে দেখা যায়, ভোটাররা সবাই শা‌ন্তি পূর্ণভা‌বে লাই‌নে দা‌ঁড়ি‌য়ে তা‌দের ভোট প্রদান ক‌রছে। প্রতিটি ভোট কে‌ন্দ্রেই পুরু‌ষের চে‌য়ে ম‌হিলা ভোটা‌রের উপ‌স্থি‌তি ছিল বে‌শি। ত‌বে শা‌ন্তিপূর্ণ ভোট গ্রহ‌নের সময় কোথাও কোন অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

বান্দরবা‌নের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কা‌য়েসুর রহমান জানান, নির্বাচন কে‌ন্দ্রে স‌হিংসতা এড়া‌তে ও নির্বাচন সুষ্ঠু করতে মাঠ পর্যা‌য়ে কাজ কর‌ছে নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট।

প্রসঙ্গত: এবা‌রের ৫ম ধা‌পের নির্বাচ‌নে বান্দরবান সদ‌রের ৩ ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে ৭ জন, সাধারণ সদস‌্য প‌দে ৮১ জন ও সংর‌ক্ষিত সদস‌্য প‌দে ২৬ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দিতা কর‌ছে। এখা‌নে মোট ভোটার ২০ হাজার ১৫ জন। এর ম‌ধ্যে ম‌হিলা ভোটার ৯ হাজার ৮১৮ ও পুরুষ ভোটার ১০ হাজার ১৯৭ জন এবং ২৮‌টি কে‌ন্দ্রে সর্বমোট বু‌থের সংখ‌্যা ৮০‌টি।

Exit mobile version