বাবাকে পিটানো মামলায় ৫ বছর সাজাপ্রাপ্ত পুত্র গ্রেপ্তার
খাগড়াছড়ির রামগড়ে বাবাকে পিটানোর মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ছেলে ওমর ফারুককে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে রামগড়ের পাতাছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে পাতাছড়ার থলিপাড়ার ওসমান গণির ছেলে।
পুলিশ জানায়, ২০১৬ সালের জুলাইয়ে পারিবারিক কলহের জেরধরে ওমর ফারুক তার বাবা ওসমান গণিকে বেদম পিটিয়ে আহত করে। এ ঘটনায় তিনি ঐবছরের ১০ জুলাই ওমর ফারুকের নামে রামগড় থানায় একটি মামলা দায়ের করেন। গত অক্টোবরের শেষার্ধে খাগড়াছড়ির অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পিতাকে মারধরের অপরাধে ওমর ফারুকের ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদয়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। মামলার রায়ের পর গত ৫ নভেম্বর তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বরিবার রাতে তার নেতৃত্বে একটি অভিযান চালিয়ে উপজেলার পাতাছড়ার থলিপাড়া থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওমর ফারুককে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার ওমর ফারুককে সোমবার আদালতে সোর্পদ করার পর আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করে।