parbattanews

রামুতে বার্মিজ ইয়াবাসহ ট্রাক ড্রাইভার আটক

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্ট কর্তৃক আসামীসহ ৯০ হাজার টাকা মূল্যে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা আটক করা হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

জানাযায়, অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৫৮০৩ লেঃ কর্নেল ইব্রাহীম ফারুক, এএসসি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, সাতক্ষীরা থেকে টেকনাফে মালামাল নিয়ে আসা একটি ট্রাক ফিরতি পথে (যশোর ট-১১-৩২১২) প্রচুর পরিমাণ ইয়াবার চালান নিয়ে সাতক্ষীরা গমন করবে। ওই তথ্যের উপর ভিত্তি করে অত্র ব্যাটালিয়নে অধিনায়ক  ট্রাক ড্রাইভার মোঃ আবু বক্কর সিদ্দিক (২৬), পিতা-মুকুল সরদার, গ্রাম-দেবনগর, পোষ্ট-জোগরাজপুর, থানা+জেলা সাতক্ষীরাকে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে তা অস্বীকার করে। পরে ট্রাকটি তল্লাশী করলে ট্রাকের ছাদে একটি ত্রিলপলের ভিতরে বিষেশভাবে লুকায়িত অবস্থায় ৯০ হাজার টাকা মূল্যের ১১ প্যাকেটে ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ট্রাক ও একটি মোবাইল জব্দ করা হয়।

আটককৃত আসামীকে (বাংলাদেশী নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ট্রাক এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version