বার্সায় কত বেতন পাবেন লামিনে ইয়ামাল

fec-image

বার্সার হয়ে ২০২৪–২৫ মৌসুম দুর্দান্ত কেটেছে ইয়ামালের। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫টি।

মাঠে ম্যাচের চরিত্রটা বদলে দিয়েছেন আরেক উইঙ্গার রাফিনিয়াকে সঙ্গে নিয়ে। এমন এক অবস্থায় বার্সাও চায়নি ইয়ামালকে সহসা ছেড়ে দিতে। ফুটবলার এবং ক্লাব দুই পক্ষই সমঝোতার ভিত্তিতে নতুন চুক্তি সম্পাদন করেছে।

এই দফায় বার্সার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছেন ইয়ামাল। রিলিজ ক্লজ রাখা হয়েছে ১ বিলিয়ন ডলার। যার অর্থ, কোনো ক্লাব ইয়ামালকে দলে নিতে চাইলে এই পরিমাণ অর্থই বার্সাকে দিতে হবে। বাংলাদেশের মুদ্রার মানে যা ১৩ হাজার ৮৮৯ কোটি টাকা।

চুক্তির বিষয়ে বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনা এবং লামিন ইয়ামাল ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে একমত হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘বার্সার প্রকল্পের দৃঢ়তার প্রমাণই এই চুক্তি। বিশ্বের ফুটবল মঞ্চে ইয়ামালের আবির্ভাব অনেকটাই ব্যতিক্রমী। ২০২৩ সালের ২৯ এপ্রিল, মাত্র ১৫ বছর বয়সে তার অভিষেক হয়েছিল।’

নতুন চুক্তিতে বেতন অঙ্ক প্রসঙ্গে বিইন স্পোর্টসের সূত্রে গোল ডট কম জানিয়েছে, নতুন চুক্তির মাধ্যমে বার্সেলোনার স্কোয়াডে সবচেয়ে বেতন পাওয়া খেলোয়াড়ের একজন হবেন লামিনে ইয়ামাল। বেইজ স্যালারি হিসেবে ১৫ মিলিয়ন ইউরো পাবেন প্রতি বছরে। যেটা বোনাসসহ হতে পারে ২০ মিলিয়ন ইউরো। তার সাপ্তাহিক বেতন হবে ৩ লাখ ২৫ হাজার ইউরো।

ইয়ামালের ঘনিষ্ঠ সূত্রের বরাতে মুন্দো দেপোর্তিভো ও দিয়ারিও স্পোর্ত জানিয়েছে, প্রাথমিকভাবে ২০৩০ সাল পর্যন্ত বার্সার সঙ্গে নতুন চুক্তি করার কথা ছিল ইয়ামালের। তবে তা আরও এক বছর বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে তিনি ব্যালন ডি’অর জিততে পারলে মোটা অঙ্কের বোনাস পাবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন