বালতির পানিতে ডুবে পানছড়িতে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৃষ্টির পানি জমেছিল বালতিতে। আর সেই পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটেছে এক বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়ার। মাওয়া পানছড়ি তালুকদার পাড়া গ্রামের মো. সেলিম ও জাহেদা আক্তারের মেয়ে।
বুধবার (২২ জুন) সকাল সাড়ে এগারটায় এ ঘটনা ঘটে। জানা যায়, শিশু মাওয়ার মা পাইলট ফার্ম এলাকায় বোন রোকেয়া বেগমের বাসায় প্রতিদিনের ন্যায় সেলাই কাজ শিখতে যায়। মা জাহেদা আক্তার সেলাই কাজের ব্যস্ততার ফাঁকে শিশু মাওয়া বালতিতে মাথা ডুবিয়ে দিলে গুরুতর আহতবস্থায় পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবরে এলাকা জুড়ে নেমে আসে শোকের মাতম। পানছড়ি থানার ওসি আনচারুল করিম ঘটনাস্থলে ছুটে যান এবং সত্যতা নিশ্চিত করেন।
ঘটনাপ্রবাহ: পানছড়ি, বালতির পানিতে ডুবে, শিশুর মৃত্যু
Facebook Comment