parbattanews

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ড

কক্সবাজারের উখিয়ার বালুখালীর একটি রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (১২ এপ্রিল) আড়াইটার দিকে বালুখালী ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার আড়ইটার দিকে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেখানে বসবাসরত রোহিঙ্গা, স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এর আগেই আগুনে পুড়ে যায় অন্তত ১০টি ঘর।

উল্লেখ্য, গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর কয়েকটি আশ্রয় শিবিরে আগুনে ১০ হাজারের মতো বসতি পুড়ে যাওয়ার পাশাপাশি শিশুসহ অন্তত ১১ জন রোহিঙ্গার মৃত্যু হয়। আহত হন প্রায় ৪৫০ জন, গৃহহীন হয়েছিল ৪৫ হাজার মানুষ। এরপর গত ২ এপ্রিল রোহিঙ্গা শিবির সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়।

Exit mobile version