parbattanews

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের বনরূপা পাড়ায় এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে বান্দরবান মহিলা বিষয়ক কর্মকর্তা।শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে বনরূপা পাড়ার কনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি মেয়ের বয়স ১৬ বছর। মেয়েটি বান্দরবান সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পর আর বিদ্যালয়ে যায়নি। এছাড়া মেয়ের বয়স বাড়িয়ে কনে পক্ষ থেকে একটি ভুয়া জন্ম নিবন্ধন পেয়েছি। এ নিবন্ধনকে দিয়েছে তাও যাচাই করা হবে। তবে ঘটনাস্থলে বর ও কাজীকে পাওয়া যায়নি। পরে তাদেরকেও খুঁজে বের করা হবে।

স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার ডলু পাড়ার হেলাল বিয়ে করতে কনের মাকে রাজি করান।তাদের চার মাস আগে আকদ হয়েছে। শুক্রবার কনে নিতে আসার কথা। তাই আগেই মেয়ের মায়ের কাছ থেকে অঙ্গীকার নামা নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

Exit mobile version