বাস-চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের রামগড় উপজেলার হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন খাগড়াছড়িগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব -১৫-৫৪২১) ও হাতিমুড়াগামী চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২২ জুন) বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর ৫ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন, চাঁদের গাড়ি চালক মো. আলী হোসেন (৩০) , মো. আবদুল খালেক (৫০), মো শহিদুল ইসলাম (৫০) এই তিনজন খাগড়াছড়ি গুইমারার হাতিমুড়া এলাকার বাসিন্দা এবং অংগ্যজাই মারমা (৩০) খাগড়াছড়ি মানিকছড়ির উত্তর ডলু গ্রামের বাসিন্দা, মো. ইলিয়াছ হোসেন (৪৫) মানিকছড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকিরা মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চাঁদের (জীপ) যাত্রী সবাই আনারস ক্ষেতের শ্রমিক। বিআরটিসি’র বাসের কোন যাত্রী আহত হয়নি। দুর্ঘটনা কবলিত বাস ও চাঁদের গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।
চিকিৎসক ডা. মহি উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অন্যদেরকে মানিকছড়ি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাতিমুড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (আই.সি) মো. আলা উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে চুরমার হওয়া গাড়ি দুইটি উদ্ধার প্রক্রিয়া চলছে।