parbattanews

বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গা নিবন্ধন শুরু

কক্সবাজার প্রতিনিধি:

সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে নয়টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গা নিবন্ধিত শুরু হয়।

প্রথম নিবন্ধিত হলেন রোহিঙ্গা নারী রুবিয়া খাতুন। বয়স ৬০। বাবার নাম: নাগু। মায়ের নাম: সুফিয়া খাতুন। জন্মতারিখ: অজানা। জন্মস্থান: মিয়ানমার। দেশ: মিয়ানমার। জাতীয়তা: রোহিঙ্গা।

বায়োমেট্রিক নিবন্ধনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান বলেন, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টাইগার আইটি এর কারিগরি সহায়তায় বায়োমেট্রিক নিবন্ধনের কাজ করছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

পরীক্ষামূলকভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে ২০ জন রোহিঙ্গার নিবন্ধন করা হয়। এর মধ্যে আটজনকে পরিচয়পত্র দেয়া হয়েছে।

Exit mobile version