বিএনপির নাম ভাঙিয়ে অন্যায় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওয়াদুদ ভূইয়ার

fec-image

খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাম ভাঙিয়ে কোনো অন্যায়, অত্যাচার, জুলুম বা নির্যাতন করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ।

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড আইডিতে এই নিয়ে পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় খাগড়াছড়ির জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অনেক শ্রমে-ঘামে ও ত্যাগের বিনিময়ে অর্জিত সুনাম বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির যে কেউ বা যে কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায়, অনিয়ম, অত্যাচার বা জুলম-নির্যাতন এই জেলার যে কোনো স্থানে করে, সাথে সাথে আপনারা আমাকে বা আমাদেরকে জানাবেন সরাসরি বা মোবাইলে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে শুধু সত্য এবং বস্তুনিষ্ঠ অভিযোগগুলোই জানাবেন। সেই সব জানা মাত্রই আমারা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। প্রয়োজনে সংবাদ বা তথ্য প্রদানকারীর নাম পরিচয় গোপন রাখা হবে। আপনাদের জন্যে শুভ কামনা।’

এমন ফেইসবুক পোস্টকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন অনেকে। মোহাম্মদ ইউনুস নামে একজন লিখেন, ‘আগামীর বিএনপির রাজনীতি হবে অন্যায় ,অনিয়ম, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে। অসহায় ও সাধারণ মানুষের পক্ষে।’ আব্দুল কাদের নামে এক ব্যক্তি মন্তব্য করে, ‘সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ।’

প্রসঙ্গত, ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগে প্রায় দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বহিস্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জেলা বিএনপি। তিনি নিম্নে লিখিত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করতে বলেন- ০১৮১৯৪১১৬৯৯, ০১৮২০৭২৯৩৬৭, ০১৭৩২৩৬৪৮৩৩, ০১৬৪৮৬২৮২৮২।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন