বিএনপির নেতাদের নামে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে কাউখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বেতবুনিয়া ইউনিয়ন বিএনপি।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাউখালী প্রসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুক।
সংবাদ সম্মেলন বলা হয়, গত ২৩, ২৪ ও ২৫ তারিখ থেকে প্রকাশিত একটি পত্রিকায় ধারাবাহিক ভাবে কাউখালী উপজেলা বিএনপি ও অংগ সংগঠনকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়। যা অত্যান্ত মানহানিকর এবং বাংলাদেশের একটি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর পতিত ফ্যাসিবাদী শক্তি ১৬ বছরে তাদের দুর্নীতি ও অপকর্ম ঢাকতে নানা ধরনের প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এজন্য তারা বিএনপির অভ্যন্তরে লুকিয়ে থাকা স্বৈরাচারীরে দোসরদেরকে টাকার বিনিময়ে ব্যবহার করছে। বিএনপির মতো একটি দলকে দ্বিধাবিভক্ত করে ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে।
এতে বলা হয়, সংবাদ মাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি গ্রুপ সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়ে এবং ওই সংবাদ মাধ্যম কোন রকম যাচাই বাছাই না করে অভিযুক্ত কারো কোনো বক্তব্য ছাড়া কিভাবে এধরণের সংবাদ পরিবেশন করতে পারে তা আমাদের বোধগম্য নয়। ইউনিয়ন বিএনপি এধরণের পক্ষপাত মূলক এক পেশে সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছে।
ভবিষ্যতে এধরণের সংবাদ প্রকাশের পূর্বে যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এতে অন্যানের বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সগির আহাম্মদ, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আবু জাফর, জাসাসের উপজেলা সভাপতি মো. কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।