বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হ্নীলায় আলোচনা সভা অনুষ্ঠিত

fec-image

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের উত্তর শাখা বিএনপির উদ্যোগে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় হ্নীলা উত্তর শাখা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সভাপতি আলী আহমদ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।

সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী মেম্বার, উপজেলা যুবলের আহ্বায়ক মো. কাইয়ুম।

সভায় বক্তারা বলেন, বিএনপি গণ মানুষের দল। তাই আধুনিক বাংলাদেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করে রেখেছে। তাই হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি ও অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ভোট চোর এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত রাজপথে আন্দোলনের বিকল্প নেই। আজকের এই দিনে হউক সকলের শপথ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. রাশেদুল ইসলাম চৌধুরী, উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, পৌর শ্রমিক দলের সভাপতি আবদুর রশিদ, হেলাল উদ্দিন, উত্তর শাখা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুবদলের আহ্বায়ক সেলিম সরদার, দক্ষিণ শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন পুতু, উত্তর শাখা যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ বিন কাদের, আনোয়ার, লোকমান, নূরুল কবির রানা, আবুল হাসেম, সাইফুল ইসলাম, বাদল, জামাল হোসেন, আবদুর রহিম, মুজাহিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মো. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ কেক কেটে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন