বিএনপি নেতার হাত কর্তনকারী এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন

fec-image

টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, আত্মস্বীকৃত মাদক কারবারি, জুবাইর হত্যা মামলার প্রধান আসামি, টমটম চালক ফয়েজ হত্যার আসামি, বিএনপির নেতা ছিদ্দিকের দুই হাত কর্তনকারী, এনামুল হক এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও ভুক্তভোগী পরিবারের লোকজন। রবিবার বেলা তিনটার দিকে টেকনাফ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের একটি দল এনামকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে টেকনাফ ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় ৩৯টি মামলা রয়েছে। এরমধ্যে ১০টি মামলায় হত্যা, অস্ত্র, মারামারি, পুলিশ ও র‍্যাবের উপর হামলাসহ ১০ মামলাটি আছে। তাকে আটক করায় বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

মানববন্ধন থেকে এনামের ফাঁসির দাবি করেছে স্থানীয় লোকজন। মানববন্ধনে সংশ্লিষ্ট এলাকার ভুক্তভোগীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন -টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি (দুই হাত বিচ্ছিন্ন) ছিদ্দিক আহমদ, ফুটবলার জুবাইরের মা মাবিয়া খাতুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রবিউল আলম, ইয়াসমিন আক্তার, সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ আলম, নিহত জুবাইরের চাচা শামসুল আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন