খাগড়াছড়ি বড়ুয়ার সম্প্রদায়ের মতবিনিময় সভা

বিএনপি সকল সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল : ওয়াদুদ ভূইয়া

fec-image

কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপি সকল সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল। এছাড়া আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এলাকার উন্নয়ন ও টাকা ছাড়া চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন ওয়াদুদ ভূইয়া।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার বড়ুয়া সম্প্রদায়ের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওয়াদুদ ভূইয়া বলেন, শেখ হাসিনার মুখের ভাষা ছিলো নোংরা। ভদ্রতার লেশমাত্র না থাকায় সবসময় বেপরোয়া আচরণ করতেন। খুনি হাসিনা ও তার দোসরদের লুটপাটের কারণে দেশের মানুষ নিত্যপণ্যের ক্রয় ক্ষমতা হারিয়েছে। শেখ হাসিনার সাথে পলাতক আ’লীগের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা মদ, নারী ও টাকা ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকায় এলাকার উন্নয়ন করতে পারেনি।

সভায় বড়ুয়া সম্প্রদায়ের মানুষ শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে জেলায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন বিহার-মন্দিরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপি সরকার ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার মেয়াদে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন তা আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদেও হয়নি।

আগামীতে খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করে পুনরায় উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার জন্য বড়ুয়া সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন বড়ুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রূপম বড়ুয়া ও রবীন্দ্র বড়ুয়াসহ অনেকে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন