parbattanews

বিকেএসপিতে ১৬ উপজাতি খেলোয়াড় নির্বাচিত

২০২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র ৭টি ক্রীড়া বিভাগে সারা দেশের ১৬ জন উপজাতি খেলোয়াড় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া বিভাগ এবং বিভাগ প্রতি নির্বাচিত উপজাতি খেলোয়াড়ের সংখ্যা যথাক্রমে ফুটবলে ৬ জন, হকিতে ৪ জন, শুটিংয়ে ২ জন এবং ক্রিকেট, বক্সিং, স্কোয়াশ ও টেবিল টেনিসে ১ জন করে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ১৬ জন উপজাতি খেলোয়াড়ের মধ্যে ১০ জন বালিকা এবং ৬ জন বালক। তাদের মধ্যে ২ জন সাতক্ষীরার, ৩ জন দিনাজপুরের, ৪ জন রাঙামাটির, ২ জন কক্সবাজারের এবং ১ জন করে ঢাকা, জয়পুরহাট, খাগড়াছড়ি, চিটাগং ও টাঙ্গাইলের রয়েছেন।

সারাদেশের ১৯টি ক্রীড়া বিভাগে মোট ৭৬৫ জন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়েছে। ক্রীড়া বিভাগগুলো হল বাস্কেটবল, ফুটবল, হকি, কারাটে, শুটিং, সাতার, তায়কোয়ান্ডো, ভলিবল, ক্রিকেট, এ্যাথলেটিক্স, জিমনাস্টিক্স, বক্সিং, জুডো, কাবাডি, স্কোয়াশ, টেবিল টেনিস, টেনিস এবং উশু।

বুধবার (১০ মার্চ) বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল এ কে এম মাজহারুল হক স্বাক্ষরিত বিভাগওয়ারি ফলাফলপত্র বিকেএসপির ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

Exit mobile version