parbattanews

বিক্ষোভের মুখে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন ব্রিটেনে নিযুক্ত ইসরাইলী রাষ্ট্রদূত

মঙ্গলবার বিশ্বের অন্যতম শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই)’ এর ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রবল বিক্ষোভের মুখে নিরাপত্তা রক্ষীদের সহায়তায় তড়িঘড়ি করে কোন মতে সভাস্থল ত্যাগ করেছেন যুক্তরাজ্যে নিয়োজিত ইজরাইলি রাষ্ট্রদূত ‘জিপি হোটোভেলী’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিও’তে দেখা যায় নিরাপত্তা রক্ষীরা অতি দ্রুত হোটোভেলীকে কোন রকম গাড়ীতে তুলে দিচ্ছেন, এক ব্যক্তি দৌড়ে তাঁর দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাকে থামিয়ে দেয়। এসময় বিক্ষোভকারীরা “Are you ashamed?” “Free, Free, Palestine!” স্লোগান দিচ্ছে।
পরবর্তীতে রাস্ট্রদূত হোটোভেলী বলেন, “আমরা ভয়ভীতি প্রদর্শনের নিকট মাথানত করবো না, ইজরাইল সব মাধ্যমে রাস্ট্রীয় প্রতিনিধি প্রেরণ করবে। আমি প্রায় দেড় ঘন্টা যাবৎ আমার বক্তব্য উপস্থাপন করেছি (যদিও ভিডিওতে দেখা গেছে হোটোভেলী একটি ফুলের তোড়া হাতে তড়িঘড়ি করে গাড়ীতে উঠছেন, অর্থাৎ রিসেপশন পরবর্তী অল্প সময়ের ব্যবধানে তাকে ফেরত আসতে বাধ্য করা হয়েছে বলে প্রতীয়মান), ওখানে ২০০ মতো ছাত্রছাত্রী ইজরাইল সম্পর্কে শুনতে আগ্রহী ছিল।”
এলএসই এর স্বাধীন ফিলিস্তিন সমর্থক ছাত্র ইউনিয়ন জানায়, “রাস্ট্রদূত হোটোভেলী এলএসই’তে বক্তব্য দেওয়ার অভ্যন্তরীণ নীতি ভঙ্গ করেছেন, তিনি অবৈধ দখলদারিত্ব কে সমর্থন করেন এবং ফিলিস্তিন-ইজরাইল সংঘাতকে ধর্মীয় সংঘর্ষ বলে আখ্যায়িত করেছেন, তিনি একজন বর্ণবাদী।”
যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী নাদিম জাহাবি রাষ্ট্রদূত হোটোভেলীর তড়িঘড়ি সভাস্থল ত্যাগের একটি ভিডিওকে উদ্ধৃত করে কূটনৈতিক শিষ্টাচার মোতাবেক টুইটারে লিখেন, “এটি অত্যন্ত বিরক্তিকর, আমি আন্তরিকভাবে দুঃখিত রাষ্ট্রদূত হোটোভেলী।” টেলিগ্রাফের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী একই স্থানে এলএসই ডিবেটিং সোসাইটির আমন্ত্রণে আগামী সপ্তাহে যুক্তরাজ্যে নিয়োজিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ‘হুসাম জুমলত’ ফিলিস্তিন রাষ্ট্রের ইতিহাস ও দূর্দশা তুলে ধরে বক্তব্য রাখবেন।

Exit mobile version