দেশে স্বাধীনতার ৫৪ বছর পরেও কোন সরকারই সাম্য রক্ষা করতে পারেনি। ইসলামি নীতি আদর্শের বাহিরে কোন শান্তি আসতে পারেনা। কাজেই সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ।রবিবার (৯ ফেব্রুয়ারি) কুতুবদিয়ায় গণসমাবেশে ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।কুতুবদিয়া শাখা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর শাখা সভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে উপজেলা গেইটে বিকালে আয়োজিত গণসমাবেশে অন্যান্যদের মাঝে মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন,মুহাদ্দিস আমিরুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি মাওলানা মুস্তাফিজুল হক চৌধুরী,ইসলামি আন্দোলন মহেশখালী দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।পরে পীর সাহেব চরমোনাই রাতে ধুরুং হাই স্কুল এন্ড কলেজ স্টেডিয়ামে বাংলাদেশ মুজাহিদ কমিটি আয়োজিত ওয়াজ মাহফিল ও হালাকায়ে জিকিরে যোগদান করেন।=
Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255