বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ২ হাজার ৯শ ৬০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
বু্ধবার দুপুরে টেকনাফ থেকে কক্সবাজার গামী স্পেশাল বাসে এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন চট্রগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ গ্রামের কালা মিয়ার ছেলে মো. জাফর (৫১), জাফর আলমের স্ত্রী ফরিদা বেগম (৩৫)।
বুধবার বিকালে আটককৃতদের কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়। মরিচ্যা যৌথ চেকপোস্ট নায়েক. মো. মালিকুল হাফিজ বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবাসহ
Facebook Comment