parbattanews

বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে  ৪৮৫ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার

BGB kat atok-29-08-2016 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ বর্ডার গার্ড ৩১ ব্যাটালিয়ানের অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ হয়েছে। রবিবার  রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকা থেকে কর্তনকৃত চোরাই কাঠ সড়ক ও নদী পথে মজুদের পর পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ান সদরের নায়েব সুবেদার সীত কুমার নন্দী’র নেতৃত্বে অভিযান চালায় বিজিবির অপারেশন দল। এসময় কাঠ চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৪৮৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা। পরে জব্দকৃত কাঠ কচ্ছপিয়া বন বিটে জমা করে বিজিবি।

এছাড়াও সীমান্ত পাহারার পাশাপাশি সীমান্তের পরিবেশ রক্ষায় অবৈধ কাঠ আটক অভিযান অব্যাহত আছে বলে জানান নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির জোনাল কমান্ডিং অফিসার লে. কর্ণেল আনোয়ারুল আযীম।

Exit mobile version