বিজিবির অভিযানে ৪১ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ

fec-image

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৪১ কোটি ৩০ লাখ আট হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে।

মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে তিন লাখ ৬৩ হাজার ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩ হাজার ১৭৭ বোতল ফেনসিডিল, পাঁচ হাজার ৭৯৫ বোতল বিদেশি মদ, ১৬৭ লিটার বাংলা মদ, ৫৫৫ ক্যান বিয়ার, ৫৩২ কেজি গাঁজা, এক কেজি ২৫০ গ্রাম হেরোইন, ১৮ হাজার ২৯৮টি এ্যানেগ্রা, সেনেগ্রা ট্যাবলেট, দুই হাজার ৯৪১টি ইনজেকশন এবং এক লাখ ৫৬ হাজার ১০১টি অন্যান্য ট্যাবলেট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে এক কেজি ৮২০ গ্রাম স্বর্ণ, নয় কেজি রুপা, নয় হাজার ৫১টি ইমিটেশন গহনা, ৫১ হাজার ৯৪০টি কসমেটিক্স সামগ্রী, দুই হাজার ২৩১টি শাড়ি, ৯৪০টি থ্রিপিস, শার্টপিস, এক হাজার ৪৭০টি তৈরি পোশাক, তিনটি পিতলের মূর্তি, নয় হাজার ২৪৫ ঘনফুট কাঠ ও চার হাজার ৯৩০ লম্বাফুট কাঠ, ১২ হাজার ৬৪১ কেজি চা পাতা, ১৪টি ট্রাক, চারটি পিকআপ, দুটি প্রাইভেটকার, ১১টি সিএনজি ইঞ্জিনচালিত অটোরিকশা এবং ৪৭টি মোটর সাইকেল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, চারটি বন্দুক এবং সাত রাউন্ড গুলি।

এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজিবি, মাদক জব্দ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন